আশুগঞ্জে স্থাপন হচ্ছে অর্থনৈতিক অঞ্চল
দেশের ৫টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশুগঞ্জে একটি শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার সোহাগপুর, তালশহর ও বাসুতারা মৌজার প্রায় ৩শ ২৮একর জমি অধিগ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ অধিদপ্তরের উপ-সচিব মোঃ মনিরুজ্জামান ও জায়কার প্রাইভেট সেক্টরের এডভাইজার ইয়াসুহিকো ইউগির নেতৃত্বে জাপানের ১৮ সদস্যের ব্যবসায়ীক একটি দল প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা কমিশনার ভূমি আক্তাউন নেছা শিউলী।
প্রস্তাবিত এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ অধিদপ্তরের উপ-সচিব মোঃ মনিরুজ্জামান জানান, এ শিল্পাঞ্চলে থাকবে বিদেশী বিভিন্ন শিল্প কারখানা। এ মধ্যে বিদেশী গার্মেন্টস শিল্প, স্পিনিং মিল, ফার্মাসিটিক্যাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে। এ শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। কিছুটা হলেও কমবে দেশের বেকার সমস্যা। গ্যাস,বিদ্যুৎ ও যোগ যোগ ব্যবস্থার সুবিধা থাকায় আশুগঞ্জে এ শিল্পাঞ্চল গড়ে তুলতে উদ্যোগে নিয়েছে সরকার।
উল্লেখ্য, ২০১০ সালের ১২মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এক জনসভায় আশুগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতি দেন। এর প্ররিপেক্ষিতে দেশের ৫টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশুগঞ্জে একটি শিল্পাঞ্চল করা হচ্ছে।