শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে ৬ জুয়াড়ি গ্রেফতার

clip_image002আব্দুল মজিদ : নাসিরনগর থানা পুলিশ সদর ইউনিয়নের  কুলিকুন্ডা গ্রামে থেকে রবিবার ৬ জুয়াড়ি গ্রেফতার করেছে।নাসিরনগর থানার এস আই মইনুল ইসলমের নেতৃত্বে কুলিকুন্ডা গ্রামের আব্দুর রুপ ভুইয়ার বাড়ি থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন, আশুরাইল গ্রামের গেন্দু মিয়া(৪৫), কুলিকুন্ডার অলি আহাদ ভুইয়া(৩০), শাহাঙ্গীর ভুইয়া(৫০), জেঠাগ্রাম শানু মিয়া(৪০), গোকর্ণ আঃ রহমান(৪৫), কিপাতনগর আনোয়ার হোসেন। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে, আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।