এবারের ফিতরা ৬৫ টাকা
১৪৩৫ হিজরি সনের সাদকাতুল ফিতরা’র হার নির্ধারণ করা হয়েছে। এবার ফিতরা মাথাপিছু সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার টাকা।সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সাদকাতুল ফিতর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক জাতীয় মসজিদের খতীব মোহাম্মদ সালাহ উদ্দীন।সভায় ঢাকার বিশিষ্ট আলেমগণের সমন্বয়ে গঠিত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।