নাগরিক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা কক্ষ;রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পি.পি.এম (বার),পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা চেম্বারের সভাপতি তানজিল আহমেদ, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম রুমা, আওয়ামীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ এর পরিচালনায় মাহফিলে জেলা নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডাঃ বজলুর রহমান, কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ,নাগরিক কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব, আবদুস সালাম, কৃষিবিদ হাবিবুর রহমান আল আমীন শাহীন, নজরুল ইসরাম শাহজাদা সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মুফতি জুনায়েদ। ইফতার মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন ও জেলা বাসীর কল্যাণের জন্য দোয়া কামনা করা হয়।