বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রেসিপিঃ চিংড়ি কারি (থাই স্টাইল)

P1240251

সাহাদাৎ উদরাজি: একটা সাধারন রেসিপি হয়ে যাক। এটা এতই সাধারন এবং সহজ রেসিপি যে, আমি আশা করছি, যারা আজ থেকে রান্না করবেন তারাও পারবেন এবং সাধারন যে মশলাপাতি ব্যবহার করা হয়েছে, আশা করছি সাধারন মধ্যবিত্তদের ঘরেও আছে বা থাকবে (সাধারন মানের গ্রোসারীতেও পাওয়া যায়)। চিংড়ি কারি থাই স্টাইলে রান্না, আমরা মশলা বা ভেজষ যেভাবে পাটা পুতায় বেটে খাই সাধারনত থাইরা এভাবে বেটে ফেলে না, তারা এই সকল ভেজষ একটা গাইলে (হাম্বল দিস্তা) নিয়ে ছেঁচে তার পর তরকারীতে দেয়। আমি দেখেছি বা বলতে দ্বিধা নেই, মশলা/ভেজষ বাটার চেয়ে ছেঁচায় স্বাদ বাড়িয়ে দেয়। চলুন দেখে নেই।

উপকরণঃ
– কিছু চিংড়ি মাছ (আমরা টাইগার প্রন/চিংড়ি নিয়েছিলাম, ৩০০ গ্রাম হতে পারে হয়ত)

যে ভেজষ গুলো ছেঁচে নিতে হবে (ছবিতে আরো ক্লিয়ারকাট আছে)
– পেঁয়াজ কুঁচি (হাফ কাপ কম বেশী)
– আদা কুঁচি (এক চা চামচ)
– রসুন কুঁচি (এক চা চামচ)
– কয়েকটা কাঁচা মরিচ কুঁচি (ঝাল বুঝে)
– লেবুর রস ও লেবুর চামড়ার কুঁচি (এক চা চামচ ও হাফ চা চামচ)

সস মিক্স (এটা আগেই মিশিয়ে নেয়াই ভাল)
– সয়া সস (এক টেবিল চামচ)
– ওয়েষ্টার সস (এক টেবিল চামচ)
– ফিস সস (এক চা চামচ)
– চিনি (এক চা চামচ)
– পনে এককাপ পানি

– লবন (সসে কিছুটা লবব থাকে বলে পরিমান বুঝে দিতে হবে)
– তেল
– পানি

– ধনিয়া পাতার কুঁচি (এক/দেড় টেবিল চামচ)

প্রনালীঃ (ছবি কথা বলে)

ভেজষ গুলো আগেই হাতের কাছে নিন এবং ছেঁচে রেডি করে রাখুন। রান্নায় এই যোগাড়টা আগেই করে নেয়া ভাল।


চিংড়ি গুলো পরিস্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।


ফ্রাই প্যানে এক চিমটি লবন যোগে তেল গরম করুন। লবণ শেষে দেয়ার ও দেখার সুযোগ থাকে বলে প্রথমে সব সময়েই কম লবনে রান্না শুরু করা উচিত। মনে রাখবেন, তরকারীতে লবন বেশী হয়ে গেলে তা আর খাবার উপযোগী থাকে না, রান্না যত কষ্ট স্বীকার করেই করুন, বাহবা পাবার কোন চান্সই থাকে না। (লবন কমের বেলায়ও তা বলা যায়) এটা অনেকটা ওয়ান ওয়ে, সুতারাং বুঝে শুনে। আপনার ভাল রান্নাটাও সবার কাছে বিস্বাদ হয়ে যেতে পারে!


তেল গরম হয়ে গেলে এবার ছেঁচা ভেজষ গুলো দিয়ে দিন এবং ভাল করে ভেঁজে নিন। একটা চমৎকার ঘ্রানে মন ভরে উঠবে।


এবার সস মিক্স দিয়ে দিন।


অল্প আঁচে এভাবে কষিয়ে নিন এবং তেল উঠিয়ে নিন।


এবার চিংড়ি গুলো দিয়ে দিন।


আগুন বাড়িয়ে দিন মিনিট ৫ এর বেশি রাখার দরকার নেই।


ভাল করে মিশিয়ে নিন।


এমন একটা অবস্থায় এসে যাবে এবং এই পর্যায়ে ফাইন্যাল লবন/স্বাদ দেখুন, লাগলে দিন, না লাগলে ‘ওকে’ বলুন!


এবার ধনিয়া পাতার কুঁচি দিন। আগুন কমিয়ে নিন।


ভাল করে মিশিয়ে নিন। ঝোল শুকিয়ে নেয়ার দরকার নেই! (ইচ্ছা)


ব্যস, পরিবেশনার জন্য প্রস্তুত।


মাত্র ২৫/৩০ মিনিটেই এই অসাধারণ রান্নাটা করা হয়েছে। আমার ধারনা আপনি যদি আজ থেকে রান্না শুরু করতে চান, তবে এই রান্নাটা নিয়েই শুরু করুন। এর চেয়ে সহজ আর সাধারন রান্না আর কি হতে পারে।

আবারো আপনাদের শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন, আসছি আরো সহজ ও মজাদার রান্না নিয়ে।

কৃতজ্ঞতায়ঃ মানসুরা হোসেন

এ জাতীয় আরও খবর

নির্বাচনের আগে ১৩৫০ মামলায় সাজা দেওয়া হবে: মির্জা ফখরুল

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন চীনা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

কোহলি কেন সবার থেকে আলাদা

ফিল্ডিং করছিলেন ক্রিকেটার, মাঠেই মৃত্যু

তারেক-জেবায়দার মামলায় সাক্ষ্য গ্রহণকালে আজও হট্টগোল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সেরা দশে কারা

মার্কিন ভিসানীতির কারণে বিদেশে পড়তে যেতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

দর্শনে পড়ে মেলেনি চাকরি, পোড়ালেন সব সার্টিফিকেট

জ্বালানি তেলে কোনো ভর্তুকি দেয় না সরকার

২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার