রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের বেহাল দশায় রমজান মাসে জনদূর্ভোগ চরমে

loadsheddingর্বাতা কক্ষ:বিদ্যুৎ ব্যাবস্থায় রমজান মাসে ভ্যাপসা গরমে চরম দূর্ভোগের শিকার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক। স্থানীয়  বিদ্যুৎ বিতরন বিভাগের দাতিয়ারা ৩৩/১১কেভি উপ কেন্দ্রে যান্ত্রীক ক্রটির কারনে এখন ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। গত ২/৩ দিন পূর্বে উপ-কেন্দ্রে যান্ত্রীক ক্রটি দেখা দিলে প্রায় ৩ ঘন্টা সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পরে। এতে চরম দূর্ভোগ পোহাতে হয় রোজাদার মানুষ কে। তাছাড়া প্রতিনিয়ত ট্রান্সফারমার বিকল সহ নানা কারনে শার্ট ডাউন,লোডশেডিং করে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে। তারাবীহ,সেহরী  ও ইফতারের সময়ও বিদ্যুৎ না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে রোজাদার সহ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহককে। এই-উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রীড থেকে বিদুৎ নিয়ে পিডিবি ও পল্লি বিদ্যুৎ কে বিদ্যুৎ সরবরাহর করা হয়। এই-উপকেন্দ্রের ২টি ২০ এমভি ও ১০ এমভি ট্রান্সফরমার দীর্ঘদিনের পুরানো ও চাহিদার তুলনায় ধারন ক্ষমতা কম হওয়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান। গত বুধবার বিদ্যুৎ না থাকায় বিশ্বকাপ খেলা দেখতে না পেরে কসবায় পল্লি বিদ্যুৎ অফিস ভাংচুর করেছে জনতা। এছাড়াও বিক্ষোব্ধ জনতা বিদ্যুতের দাবীতে সাম্প্রতিক সময়ে সরাইল শাবাহবাজপুর এলাকায় বিদ্যুৎ অফিসে হামলা ও সড়ক অবরোধ করে। গত ২৪ ঘন্টায় শহরের ঈদগাহ ফিডারের দক্ষিন পৌরতলায়,বাজার ফিডার,হাসপাতাল ফিডারের কালাশ্রীপাড়া সহ বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২ বার বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় বিদ্যুৎহীন অবস্থায় রোজাদার মানুষ কে ভ্যাপসা গরমে ইফতার,সেহেরী তারাবীহ সহ নামাজ আদায় করতে হয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর সাথে য়োগাযোগ করা হলে তিনি জানান জেলার ৫০ হাজার গ্রাহকের জন্য ২শতাধীক ট্রান্সফারমারের প্রায় অর্ধেকই পুরানো হওয়ায় কোন রকম জোরা তালি দিয়ে কাজ করতে হয়। বিভাগীয় দপ্তরে ইমারজেন্সি ২টি ট্রান্সফরমার ছাড়া অতিরিক্ত কোন ট্রান্সফরমার না থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করেছে। তাছাড়া শহরে প্রতিদিনই বহুতল ভবনের সংখ্যা বাড়াই বিদ্যুতের চাহিদা বাড়ছে। ফলে চাহিদা ও প্রাপ্তি সমন্বয় না করতে পারায় এই বিপর্যয়ের কারন। বড় ফিডারকে অবিলম্বে ছোট করা না হলে যে কোন সময় বিদ্যুৎ সরবরাহ অচল হয়ে পরতে পারে বলে তিনি জানান। তাছাড়া দক্ষ জনবল না থাকায় এবং ট্রান্সপোর্টের অভাবে কাজ কম্মে বিলম্ভ ঘটছে। বিদ্যুৎ ব্যাবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিকল্পিত রক্ষনা বেক্ষন জরুরী প্রয়োজন। তাহলেই দূর্ভোগের হাত থেকে রক্ষা পেতে পারে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ সরবরাহের অধিন ৫০ হাজার গ্রাহক।–সূত্র: নিউজ ব্রাহ্মণবাড়িয়া