আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ শুক্রবার দুপুরে ৮০ পিস ইয়াবাসহ জীবন খাঁ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত জীবন খাঁ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল বাশারের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নূরুল আমীন জানান, গ্রেপ্তার হওয়া যুবকের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, দুপুর একটার দিকে আখাউড়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফরমে জীবন খাঁ সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় স্টেশনে কতর্ব্যরত পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে। এসময় তার প্যান্টের নিচে বিশেষ কায়দায় লুকানো থাকা ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।