ব্রাহ্মনবাড়িয়ায় বিএনপির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মনবাড়িয়ায় ৯নং ওয়ার্ড বিএনপি’র পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের হল রুমে ৯নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সগযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট হারুন আল রশীদ। জিয়াউল হক রতন সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ভূমি প্রতিমন্ত্রী এডঃ আব্দুস সাত্তার, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু, এ বি এম মোমিনুল হক, সিরাজুল ইসলাম, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, মোঃ আজিম, আলী আজমসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবন্দ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। শেষে সকল নেতা কর্মীবৃন্দ এক সাথে ইফতার মাহফিলে মিলিত হন।