শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপে ফাইনালে ওঠা আর্জেন্টিনা দর্শকদের বাঁধ ভাঙ্গা আনন্দ মিছিল।

flagপ্রসন্নদাসঃগতকাল বৃহস্পতিবার যখন আর্জেন্টিনা সেমিফাইনালে নেদারল্যান্ডকে ৪-২ গোলে হারালে জয়ের উল্লাসে মেতে উঠে পুরো পৈরতলার আর্জেন্টিনার ফুটবল প্রেমিকরা। রাত পোহাতে না পোহাতেই দর্শকদের কেউ কেউ অংশ নেই মিছিলে। এ সময় দর্শকরা আনন্দিত হয়ে আতশ বাজির বিষপূরণ ঘটায় এবং শব্দ হয় ধুম ধুম। চারদিক হৈ উল্লাসে ভরপুর। এই সেমিফাইনালের জয় দর্শকদের জন্যে বয়ে আনল এক ঈদের আনন্দ। দর্শকরা মিছিল করে শহরের বর্ডার বাসস্ট্যান্ড থেকে পৈরতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঐ মুহুর্তে দর্শকদের মুখে শ্লোগান ছিল “মেসি মেসি” আর্জেন্টিনা আর্জেন্টিনা।” আর্জেন্টিনার ভক্তরা চাই ফাইনালেও মেসি চমৎকার খেলা উপহার দিবে এবং সেই সাথে বিশ্ব কাপ চ্যাম্পয়িন দল হিসাবে নিজেদের সাক্ষ্য দিবে।

এ জাতীয় আরও খবর