মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এ কোন ঐশ্বরিয়া!

kharap manosh taraকান থেকে ফেরার পথে এ কোন ঐশ্বরিয়াকে দেখা গেল! একেবারেই খোলামেলাভাবে জনসম্মুখে বলিউড সুন্দরী ও বচ্চন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও এমনভাবে নিজেকে উপস্থাপন করেননি চার বছর বয়সী আরাধ্যের মা ঐশ্বরিয়া।

কালো রঙের এ পোশাকে আরও অনেক বেশি আবেদনময়ী ও আকর্ষণীয় দেখাচ্ছিল ঐশ্বরিয়াকে। সঙ্গে তার মেয়ে আরাধ্যও ছিল। এমনিতেই কানের রেড কার্পেটে ঐশ্বরিয়ার জমকালো সাজ রাতের ঘুম হারাম করেছিল অভিষেকের। এখন হয়ত সারা দুনিয়ার ঐশ্বরিয়া প্রেমীদের ঘুম হারাম হবে!

সাধারণত অভিনয় বা রূপালি পর্দার বাইরে নিজেকে সবসময়ই শালীনভাবে উপস্থাপন করতে দেখা যায় ‘ধুম’ খ্যাত এ অভিনেত্রীকে। তাই হঠাৎ এমনভাবে ঐশ্বরিয়াকে দেখে চমকে যাওয়াটা স্বাভাবিক নয় কি?