আখাউড়ায় দুস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি তহবিল থেকে ২০টি দুস্থ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আখাউড়া পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা তাকজিল খলিফা কাজল প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দারিদ্র্য বিমোচনে ও দেশের দুস্থ মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পেয়ারা বেগম পিওনা ও ব্যবসায়ী নেতা মুসলেম উদ্দিন।