সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

০৩ কেজি গাঁজা , ৪০০ পিছ ইয়াবা ও সিএনজিসহ ৪ জন গ্রেফতার।

IMG_1ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ মনিরুজ্জামান ভুইয়া, এসআই/কামরুল হাসান, এএসআই/মোঃ বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোরশেদ (২২), পিতা-মোঃ মতি মিয়া, সাং-আমলাপাড়া (মিনু মিয়ার বাড়ি), থানা-ভৈরব জেলা-কিশোরগঞ্জ, ২। জয়নাল আবেদীন, (৩২), পিতা-মৃত আব্দুল রহিম, সাং-চানপুর, বর্তমানে সুলতানপুর মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ০৩ (তিন) কেজি গাঁজা ও ০১টি সিএনজি যাহার রেজিঃ নং-কিশোরগঞ্জ-থ-১১-০১৪৪ সহ অত্র থানাধীন ভাদুঘর হুজুরবাড়ি উলচাপাড়া রাস্তার উলচাপাড়াস্থ সোলেমান মিয়ার দোকানের সামনে দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়। এছাড়াও অত্র থানা এলাকায় আরেকটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ৩। মোঃ সুমন (২৫), পিতা-আব্দুর রহিম, সাং-রায়েশা, বর্তমান হয়বৈতপুর (্ওসমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ৪। মোঃ ফারুক শিকদার (৩২), পিতা-রওশন শিকদার, সাং-হয়তৈবপুর, উভয় থানা ও জেলা-নাটোরদ্বয়কে ৪০০ (চারশত) পিছ ইয়াবাসহ অত্র থানাধীন রামরাইল উড়শিউড়া ব্রীজ (রামরাইল ব্রীজ) হইতে অনুমান ৩০ গজ উত্তরে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্য উদ্ধার সংক্রান্তে অত্র থানায় ২টি মাদক মামলা রুজু করিয়া বর্ণিত আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরী অত্র থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।

IMG_2