রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় কমেছে শতকোটি টাকা

Akaura portব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ২০১৩-১৪ইং অর্থ বছরে রপ্তানি আয় কমেছে প্রায় ১০০ কোটি টাকা। বিভিন্ন প্রতিকূলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ জানায়।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, সর্বশেষ অর্থাৎ ২০১৩-১৪ অর্থ বছরে ২২৬ কোটি ২১ লাখ ১৩ হাজার ৯৪ টাকা রপ্তানি আয় হয়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত মোট ৩ লাখ ৪৬ হাজার ৮৯৭ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে ছিল সিমেন্ট, পাথর, মাছ, প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য। মোট তিন লাখ ৬৬ হাজার ৬৮ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে গত অর্থ বছরে। ২০১২-১৩ অর্থ বছরে রপ্তানি আয় ছিল ৩২৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। সর্বশেষ অর্থ বছরে রাজস্ব আয় বেড়ে হয়েছে তিন গুন। রাজস্ব আয় হয়েছে ৩৫ লাখ ২৬ হাজার ৩৫৬ টাকা। ২০১২-১৩ অর্থ বছরে রাজস্ব আয় হয় ১০ লাখ ৬০ হাজার ৬২৮ টাকা। সর্বশেষ অর্থ বছরে এ বন্দর দিয়ে যাত্রী পারাপারও বেড়েছে। গত বছরের জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত ভারতে গেছে ২১ হাজার ৪৮১ জন যাত্রী ও ভারত থেকে এসেছে ২৪ হাজার ১২০ জন যাত্রী।
আখাউড়া স্থলবন্দরের সহকারি কমিশনার মো. মিজানুর রহমান জানান, বিভিন্ন কারণেই এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি কমে গেছে। তবে ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার কারণেই মূলত ভারতীয় ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলায় এখানে ব্যবসা কমে গেছে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, ভারতীয় ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলায় রপ্তানি কমে গেছে। আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার কারণে বিভিন্ন ফি বেড়ে যাওয়ায় ভারতীয়রা আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না।