শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারপতি তোমার বিচার করবে কারা?

সাকিব নিষিদ্ধের ঘটনায় ফেইসবুকে চলছে বিসিবি’র মুণ্ডপাত 

sakib 8.7.14অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধের ঘটনায় সারা দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে বিসিবির মু-ুপাত। বিশিষ্ট ক’জন ব্যক্তির ফেইসবুকের সাকিব বিষয়ক স্ট্যাটাস  পাঠকদের জন্য তুলে ধরা হলোÑ
সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার:
এ দেশে জামাতের রাজনীতি নিষিদ্ধ হয় না, পুজি বাজার লুটেরা আর ব্যাঙ্ক ডাকাতেরা পার পেয়ে যান, নিষিদ্ধ হয় সাকিবের ক্রিকেট।
সিনিয়র সাংবাদিক এবং একাত্তর টিভি’র ডিরেক্টর নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা :
No one is bigger than the nation or the game”. Well- is BCB bigger than the game or the nation?

পুরোটাই ব্যবস্থাপনার ত্রুটি.. কিন্তু কে বলবে?লোটা, পাপ্পুরাই ভাল থাকে সবসময়………
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার :
সাকিব নিঃসন্দেহে মারাত্বক ভুল করেছে। কেন হঠাৎ সে এ ধরনের ধৃষ্টতা দেখালো নিশ্চয়ই খতিয়ে দেখা দরকার। যেহেতু তার বয়সও খুব বেশী নয়, তাই তাঁর অভিমানের জায়গাটা খুঁজে বের করা দায়িত্বশীলদের গুরু দায়িত্ব।
আচ্ছা, তার মতো একই ভুলের দায়ে বাংলাদেশের রাজনীতিবিদরাও কি এমন ৬ মাস করে অবসর নেবেন নাকি? অনেকে বলবেন, কি বলেন পাগলের মতো! একজন রাজনীতিবিদ তৈরি হতে কতো কাঠখড় পোহাতে হয়! অবসরের পর আর তিনি কি ঘুরে দাঁড়াতে পারবেন নাকি?
আমি বলি একজন সাকিব আল হাসান তৈরি হতে অমন ১০০ জন রাজনীতিবিদের চেয়ে বেশী কাঠখড় পোহাতে হয়।
আমি ইমরান এইচ সরকার, বাংলাদেশের একজন নগণ্য সাধারণ নাগরিক, সাকিব আল হাসানের প্রতি বিসিবি’র এই অন্যায় স্বীদ্ধান্তে ক্ষুব্ধ, মর্মাহত, ব্যাথিত। শাস্তির নামে একজন তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ ধ্বংস করার অধিকার কারো নেই। এহেন অনৈতিক স্বিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।
সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীর :

I strongly oppose BCBÕs decision on ban of Shakib Al Hasan from all cricket for six months…it looks cheap and nasty.

In fact, whenever I watch Bangladesh Cricket BoardÕs big boss on TV, it seems he just woke up with a terrible hangover…. So, I couldn’t also expect prudent decision from him.

God knows when Team Bangladesh will be guided to proper way with an appropriate leader.

সিনিয়র সাংবাদিক শামীম শাহেদ :
আমাদের ছেলেপেলেদেরকে শাস্তি দিতে গাজর্নেরা
ওতপেতে থাকে দেখছি।
পাশ থেকে একজন বলল, ছোট বেলায় যে যত শাস্তি পেয়েছে
সে তত কঠিন শাস্তি দিতে উন্মুখ।
তাই কী?
সিনিয়র সাংবাদিক ও ‘সাপ্তাহিক’ সম্পাদক গোলাম মোর্তোজা :
ক্রিকেট বোর্ড এখন যারা পরিচালনা করছেন, তাদের ক্রিকেট জ্ঞানের ব্যপক অভাব। ক্রিকেট বিষয়ক তো বটেই, প্রশাসন পরিচালনায়ও তারা চরম অদক্ষ -অযোগ্য -অকর্মণ্য -অপদার্থ। বেক্সিমকো ফার্মার মত করে, তারা ক্রিকেট বোর্ড পরিচালনা করছে।
অনৈতিক প্রভাব সৃষ্টি করে তারা নির্বাচিত হয়েছেন।
ক্রিকেট বোর্ডে এখন শত শত কোটি টাকা। কর্তা মৌমাছিদের বোর্ডে আগমন মূলত একারণে।
সাকিব বড় ক্রিকেটার। বাংলাদেশের সম্পদ। অপরাধও করেছে বড়। বাংলাদেশ ,বাংলাদেশের ক্রিকেটের চেয়ে সাকিব নিজেকে বড় ভাবতে শুরু করেছিল। এর জন্য দায়ি অযোগ্য বোর্ড কর্তারাও।
অপরাধ এটাই প্রথম নয়, করেছে আগেও। অপদার্থ ক্রিকেট কর্তারা তখন শুধু তোয়াজ করেছে। সেই সময় ছোট ব্যবস্থা নিলেও, বিষয়টি আজ এত বড় আকার ধারণ করতো না।
আজ সাকিবকে এই বড় শাস্তি দিয়ে যদি ক্রিকেটের অব্যবস্থাপনা দূর হতো, তবে আমি এই শাস্তির পক্ষে থাকতাম। কিন্তু আমি নিশ্চিত করেই জানি বোর্ডের অন্যায় অনিয়ম অব্যবস্থাপনা কিছুই দূর হবে না। গতি ফিরবে না ক্রিকেটেও।
তাছাড়া সাকিবকে শাস্তি দেয়া হয়েছে তার অপরাধের কারণে নয়, পাপন সাহেবদের ‘ইগো ‘ সমস্যার কারণে। ভাই আপনারা ‘ইগো ‘ নিয়ে দরবেশ বাবার ফার্মা চালান, ক্রিকেট বোর্ড কেন!
সাকিবরা খেলে বলে আপনারা বোর্ড কর্তা। আইসিসি ‘র সভাপতি হচ্ছেন নিজেদের যোগ্যতায় নয়, সাকিবদের যোগ্যতায়।
অন্যায়ের শাস্তি অবশ্যই সাকিবদের পেতে হবে। অযোগ্যরা নায্য শাস্তি দিতে পারে না।
আজ যে আশরাফুল হারিয়ে গেল, তার জন্য আশরাফুল যতটা দায়ি – তার চেয়ে বেশি দায়ি এই বোর্ড কর্তারা।
এই অযোগ্যরা চরম অনিয়মের মধ্য দিয়ে, ভারতীয় জুয়ারিদের স্বর্গরাজ্য বানিয়ে বিপিএল আয়োজন করেছে। জুয়ার ঘটনা ঘটেছে তাদের চোখের সামনে। নিজেরা কোনো ব্যবস্থা নেয় নি। ব্যবস্থা নিলে আশরাফুলের শাস্তি হতো, ক্যারিয়ার ধ্বংস হতো না। আশরাফুলের পর এখন সাকিবের ক্যারিয়ার ধ্বংসের খেলায় মেতে উঠেছে অযোগ্য বোর্ড কর্তারা।
এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানানো কর্তব্য, বাংলাদেশের প্রতিটি নাগরিকের।
সিনিয়র সাংবাদিক ও চ্যানেল-আই’র বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান :
৬ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ।
দেড় বছর আইপিএলসহ বিদেশী লীগ খেলতে পারবেন না।
নেইমারের চেয়েও এ মুহূর্তে এটা আমাদের জন্য অনেক বড় খবর অথবা দুঃসংবাদ।
বোর্ডের সঙ্গে সাকিবের এতো বড় সমস্যা যে অন্যভাবে সমাধান করা গেলো না!
সাংবাদিক মানস ঘোষ :
শাস্তিতো হল!!! এইবার আমরা সবাই মিলে তালি বাজাই। হায়রে শৃক্সখলা! আশা করি সাকিব ছাড়া বাদবাকি দিনগুলোয় বাংলাদেশ ক্রিকেট পৌঁছবে আরও অনেক বড় উচ্চতায়।
সাংবাদিক অঞ্জন রায় :
বিসিবির কর্তাদের মতোন খাটি মানুষ পাওয়া যাবে না, সব যেনো একেবারে সাদামনের মানুষ। সাকিবের বিরুদ্ধে বিসিবির অন্যায্য শাস্তির প্রতিবাদ জানাই এবং তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। শাকিবের যে বক্তব্যের কারনে বিসিবি সিদ্ধান্ত নিলেন- তার প্রমাণ কতটুকু? কেউকি এর অডিও লিংক দিতে পারবেন? না। ছেলেটিকে কখনো পা ধরিয়ে সামাজিক মিডিয়ায় তা প্রকাশ করে অপদস্ত করা হয়েছে, আর এবারে তার মাঠের ক্যারিয়ারে হামলা করা হলো। এটি অন্যায়। রাজনৈতিক বিবেচনার বোর্ডের অবসান চাই। – আ স

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের