ব্রাহ্মণবাড়িয়ায় মৎস সপ্তাহ পালিত
বার্তা কক্ষঃ ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রেসক্লাব মিলায়তনে গনমাধ্যম কর্মীদের সাথে ফরমালিনের অপব্যবহার রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো.নুরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মো.আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, কাউসার এমরান প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে অবৈধ ভাবে ফরমালিন ব্যবহার করে আসছে। দীর্ঘক্ষণ সতেজ ও টাটকা রাখার জন্য মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিন ব্যবহার করে তারা। ফরমালিন ব্যবহার রোধকল্পে সকলকে সচেতন হতে হবে বলে মনে করেন তারা।