পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে চেশতেহোভার নিকটবর্তী তপোলভে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ। সিনহুয়া জানিয়েছে, চেশতেহোভা এলাকাটির অবস্থান পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ২০৭ কিমি দক্ষিণপশ্চিমে। বিধ্বস্ত বিমানটি এখানকার একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের। বিমানটিতে পাইলটসহ ১২ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরতে পেরেছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। দমকলের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বিমানটিকে পড়ে যেতে দেখেছেন এবং বিমানটি তার বাড়ির ওপর বিধ্বস্ত হতে পারে এমন সম্ভবনায় শঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু বিমানটি কিছু দূরে বিধ্বস্ত হলে তিনি দুর্ঘটনাস্থলে যেয়ে ধ্বংসস্তুপ থেকে আহতদের বের হতে সহায়তা করেন, তার সহায়তায় বিধ্বস্ত বিমানটি থেকে একজন বের হতে পারেন এবং বেঁচে যান। কিন্তু আর কিছু করার আগেই বিস্ফোরণ ঘটে বিমানটিতে আগুন ধরে যায় এবং বাকী আহতরা তার চোখের সামনেই পুড়ে মারা যান। উদ্ধার করা আরোহীকে দ্রুত হেলিকপ্টার যোগে চেশতেহোভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।-সুত্রঃ কালের কণ্ঠ