বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অতিরিক্ত পর্নাসক্তি আপনাকে ‘আত্মকামী’ করে তুলবে

porno videoঅতিরিক্ত পরিমাণে পর্নো যারা দেখে, তাদের মধ্যে আত্মকামের প্রবণতা বেশি দেখা যায়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আত্মকামী বা নিজে নিজেই যৌনতা উপভোগকারী ব্যক্তিদের মধ্যে অনেকেই ইন্টারনেট ব্যবহার করে পর্নো উপভোগ করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগের এক গবেষণায় দেখা গিয়েছিল, আত্মকামী ব্যক্তিদের যৌনতার ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে। এর কারণ হিসেবে তাদের আনন্দ দেওয়ার ওপর নিয়ন্ত্রণের বাড়তি ক্ষমতার বিষয়টি তুলে ধরেন বিজ্ঞানীরা।
গবেষকরা জানান, ইন্টারনেট পর্নোগ্রাফি দেখার ফলে এ ধরনের নিয়ন্ত্রণক্ষমতা বাড়তে পারে।
গবেষণাটি করেন ইউনিভার্সিটি অফ হাউস্টনের বিজ্ঞানীরা। এতে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন করে তাদের ইন্টারনেটে পর্নোগ্রাফি প্রদর্শনের মাত্রা নির্ণয় করা হয়।
গবেষণায় দেখা যায়, যারা আত্মকামে বেশি মগ্ন, তাদের মধ্যে পর্নোগ্রাফির প্রবণতা বেশি। এছাড়া ইন্টারনেটে পর্নো দেখার ক্ষেত্রে যে যত বেশি সময় দেয়, তার মধ্যে আত্মকামের প্রবণতা তত বেশি হয়।
গবেষণায় আরও দেখা যায়, অনলাইনে পর্নো উপভোগকারীরা তাদের মনমতো যৌনদৃশ্য না পাওয়া পর্যন্ত ইন্টারনেটে বিচরণ করতে থাকে।

এ জাতীয় আরও খবর