নেইমারের বিশ্বকাপ শেষ
কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৮৯ মিনেটর সময় জুয়ান জুনিঙ্গার সাথে সাথে সংঘর্ষ বাধলে সাথে সাথে মাটিতে পড়ে যান নেইমার। এর পর আর উঠতে পারেননি। প্রচন্ড ব্যাথায় মাঠেই কাতরাতে থাকেন। অবশেষে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় তাকে। এরপর তাৎক্ষনিকভাবে হাসপাতালেও পাঠানো হয়।
এরপর হাসপাতাল থেকে যে সংবাদটি এসেছে সেটি সকল ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য একটা দু:স্বপ্ন। ব্রাজিল দলের ডাক্তার এক বিবৃতিতেবলেন,‘ নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ব্যাক পেইন ইনজুরিতে পড়া নেইমারের ভার্ট্রাব্রেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। এখান থেকে সেড়ে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাই বিশ্বকাপে খেলার আর কোনো সম্ভাবনাই নেই।’