সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় কমেছে

akauraব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগের অর্থবছরের তুলনায় ২০১৩-২০১৪ অর্থবছরে রপ্তানি আয় কমেছে প্রায় ১০০ কোটি টাকা। বিভিন্ন প্রতিকূলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ বন্দরে রাজস্ব আয় বেড়েছে তিন গুণ। 

আখাউড়া স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থ বছরে ২২৬ কোটি ২১ লাখ ১৩ হাজার ৯৪ টাকার পণ্য রপ্তানি হয়েছে। মোট তিন লাখ ৬৬ হাজার ৬৮ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ছিল সিমেন্ট, পাথর, মাছ ও প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য। ২০১২-১৩ অর্থ বছরে রপ্তানি আয় ছিল ৩২৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। 

২০১৩-২০১৪ অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে তিন গুণ। মোট ৩৮০ মেট্রিক টন পণ্যের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩৫ লাখ ২৬ হাজার ৩৫৬ টাকা। ২০১২-১৩ অর্থ বছরে রাজস্ব আয় হয় ১০ লাখ ৬০ হাজার ৬২৮ টাকা। 

সর্বশেষ অর্থবছরে এ বন্দর দিয়ে যাত্রী পারাপারও বেড়েছে। গত বছরের জুলাই থেকে এ বছরের মে পর্যন্ত ভারতে গেছে ২১ হাজার ৪৮১ জন এবং ভারত থেকে এসেছে ২৪ হাজার ১২০ জন যাত্রী। 

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন কারণেই এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি কমে গেছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার কারণেই মূলত ভারতীয় ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলায় এখানে ব্যবসা কমে গেছে’। 

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলায় রপ্তানি কমে গেছে। আগরতলায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালু হওয়ার কারণে বিভিন্ন ফি বেড়ে যাওয়ায় ভারতীয়রা আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না।’ 

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ

প্রিয়াঙ্কার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন

জোভানের প্রেম ও বিয়ের গল্প!

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে গুম-খুনের বিচার হবে

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাব

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

২৫ মার্চের মধ্যে বাড়িভাড়ার চুক্তি না করলে দায় হজ এজেন্সির

সোনার দাম বাড়লো, ভরি ১৫৩৪৭৫ টাকা

অনুসন্ধানে দুদক: ঠিকাদারি কাজে শেখ সেলিমের হাজার কোটির কমিশন বাণিজ্য

সেনা পাহারায় বিএমইউ ছাড়লেন অনিন্দিতা দত্ত

‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’