নবীনগরে ইউপি সচিবের কাছে চাঁদা আনতে গিয়ে আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সচিবের কাছে চাঁদা আনতে গিয়ে চাঁদার ৫ হাজার টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছে কুখ্যাত চাঁদাবাজ-সন্ত্রাসী আলমগীর। জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে আলমগীর(৩৫) গত ক’দিন ধরে ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেনের কাছে এক লাখ টাকা চাদা দাবি করে আসছিল। পরে ৫ হাজার টাকা দিতে বলে। গতকাল চাঁদার ৫ হাজার টাকা নিতে এলে সচিব আলী হোসেন তাকে ৫ হাজার টাকা হাতে দিয়ে একটি রুমে তালা দিয়ে আটকে ফেলে। পরে নবীনগর থানায় খবর দিলে সাব-ইন্সপেক্টর মোশাররফ হোসেন সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আলমগীরের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। তার ভয়ে সন্ধ্যার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘু সমপ্রদায়ের নারীরা ঘরে থেকে বের হতে সাহস পায় না তার ভয়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, আলমগীরের বিরুদ্ধে গ্রামের মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে। চাদা নেয়ার ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
http://mzamin.com/