বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্রাজিল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে ব্রাজিল যাচ্ছেন। ফাইনাল দেখার পাশাপাশি সেখানে ভারতসহ পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত 'ব্রিকস'র বৈঠকে যোগ দেবেন তিনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, বিশ্বকাপ ফুটবলের ওই ফাইনাল দেখার জন্য মোদী ছাড়াও ব্রিকস’র অন্য সদস্য রাষ্ট্রের নেতাদের সম্প্রতি আমন্ত্রণ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
এছাড়া, বিশ্ব নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন।