নবীনগরে মায়ের সাথে অভিমান করে কৃমির ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মায়ের সাথে অভিমান করে কৃমির ট্যাবলেট খেয়ে সাবিনা ইয়াসমিন (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।সে কৃষ্ণনগর হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।সাবিনা নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের সাধন মিয়ার কন্যা।
সাধন মিয়া জানান দুপুরে তার স্ত্রীর সাথে মেয়ের ঝগড়া হয়।এতে অভিমান করে সাবিনা পাশ্ববর্তী একটি ঔষধের দোকান থেকে কৃমির ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।তাকে আশংকাজনক অবস্থায় নবীকনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা জানান এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।