শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়া ৩০ পিস ইয়াবাসহ রাশেদা আক্তার নামে এক নারী আটক।

eabaব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ রাশেদা আক্তার পাটুনী (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। রাশেদা রেলওয়ে কলোনির মৃত হারুন মিয়ার স্ত্রী। পুলিশ সূত্র জানা গেছে, সকালে আখাউড়া থানার উপ-পরিদর্শক(এসআই) মৃণাল দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই কলোনিতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৩০ পিস ইয়াবা পাওয়ায় রাশেদাকে আটক করা হয়।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া ফায়েজ গ্রুপ ব্রেকিং নিউজ আপডেট নিশ্চিত করে, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।