নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উদযাপন
বার্তা কক্ষঃঅন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষের সমাধান। এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটি.এম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ছায়েরদুর রহমান চাষীদের মাঝে বক্তব্য রাখেন,তপন রায় ও মৎস্যজীবি মোহনলাল দাস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র কার্যালয়ের তথ্য সংগ্রহকারী নাছির উদ্দিন রানা।