বাংলাদেশ জিএসপির শর্ত পূরণ করতে পারেনি
যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে এ্যাকশন প্লানের মূল শর্ত এখনো বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। ইউএসটিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বার বার বলা হয়েছিল যে, জিএসপি ফিরে পেতে ইউএসটিআর যেসব শর্ত দিয়েছিল তা বাংলাদেশ পূরণ করবে এবং জিএসপি ফিরে পাবে। কিন্তু প্রকাশিত প্রতিবেদন থেকে প্রমাণিত হয় বাংলাদেশ এখনো সেসব শর্ত পূরণ করতে পারেনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজায় ধসের পর বাংলাদেশের গার্মেন্টসে কাজের পরিবেশ অনুকূল নয় অভিযোগ উত্থাপন করে জিএসপি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র।