বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে নিহত স্কুল ছাত্রীর বাড়িতে আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে হামলা-ভাংচুর

saril hamlaব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ শেষে নির্যাতন করে হত্যার মামলার আসামি পক্ষের বিরুদ্ধে বাদীর বাড়িতে হামলা, ভাংচুর, মারধোর করার অভিযোগ উঠেছে। এ সময় নারী, বৃদ্ধ, শিশুসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে উপজেলার কাটানিসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর বাবা ও মামলার বাদী আনসার সদস্য আবদুল বারেক জানান, আমার মেয়েকে হত্যা, নির্যাতন, ধর্ষণ মামলার প্রধান আসামি একই এলাকার জুম্মান, সাদ্দাম হোসেন, ভূট্টো দীর্ঘ ৭ মাস পলাতক শেষে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।

এ ঘটনায় আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৭ টায় আমার বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তাদের বাধা দিতে গেলে আমার শ্বশুর আবদুর রহমান (৭৫), স্ত্রী সাদেকা বেগম(৩৪), খালেদা বেগম(২৮), কলেজ ছাত্র কামরুজ্জামান (১৮), স্কুল ছাত্রী সানিয়া আকতার (১০) কে মারধোর করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ১৯ নভেম্বর রাতে কাটানিসার গ্রামের আনসার সদস্য আবদুল বারেক’র কন্যা, আঁখিতারা নুরুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন ২০ নভেম্বর বাড়ি থেকে ৪’শ গজ পূর্ব দিকের খালে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। ধর্ষণ শেষে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ, মাথার চুল ছিড়ে ফেলা, শরীরের বিভিন্ন স্থানে অমানবিক নির্যাতনের আলামত পাওয়া যায়। আবদুল বারেক বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির হোতা ফখরুজ্জামানসহ গ্রেপ্তার ২

দুপুর ১২টা থেকে বিদ্যুৎ নেই রাজধানীর একাংশে

৩০ বছর বয়সে ১৪ বিয়ে সাঈদের!

‘মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্বাচন থেকে না সরলে সাংগঠনিক ব্যবস্থা’

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৩ বিচারপতি, শপথ বৃহস্পতিবার

লক্ষ্ণৌর রেকর্ডের ছড়ি মুস্তাফিজের পিঠে

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী