নাসিরনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ এর কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বুধবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে“ অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান” ্এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে নাসির উদ্দিন রানার পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ ছায়েদুর রহমান, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মৎস্যজীবী নগেন্দ্র দাস ,বিল্লাল হোসেন,পরিমল দাস ,তপন রায় চৌধুরী প্রমূখ। পরে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ডাক বাংলো চত্বরে লঙ্গণ নদীতে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন।