ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ কর্তৃক মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান
পবিত্র রমজান মাসে মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, শহরের ফুটপাত দখলমুক্ত করে চলাচলের পরিবেশ সুগম করা ও স্বাস্থ্যকর পরিবেশ ইফতার সামগ্রী বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে অদ্য-০১/০৭/১৪ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ কর্তৃক অভিযান ও প্রচারনা চালানো হয়। পবিত্র রমজান মাসে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা পূর্বক মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) কর্তৃক রমজানের শুভেচ্ছা, নিরাপত্তার দিকনির্দেশনা সম্বলিত প্রচারপত্র মানুষের হাতে তুলে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর নেতৃত্বে এসআই ইশতিয়াক আহমেদ, এসআই বেলাল হোসেন, এসআই সামছুজ্জামান এর অংশগ্রহনে পরিচালিত এই অভিযানে সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পুরো রমজান মাস জুড়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মার্কেট কন্ট্রোল রুম স্থাপনসহ প্রচারনা ও অভিযান অব্যাহত থাকবে।