কসবায় দিনদুপরে কম্পিউটার দোকানে চুরি।
ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর শহরের পুরাতন বাজারে দিনদুপুরে সফট কিং নামক একটি কম্পিউটার দোকানে চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দলটি কম্পিউটার দোকান থেকে মাদার বোর্ড, হার্ডডিস্কসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে; কসবা পুরাতন বাজারের গোলাম মাওলার স্বত্বাধীকারী সফট কিং নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুপুরে দোকানের গ্লাসের তালা লাগিয়ে বাড়িতে যায়। এ সময় একটি সংঘবদ্ধ চোরের দল গ্লাসের তালা ভেঙ্গে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। সফট কিং ব্যবসা প্রতিষ্ঠানে স্বত্বাধীকারী গোলাম মাওলা বলেন; চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য কমপক্ষে দেড় লক্ষাধিক টাকা। কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান বলেন; চুরি যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।