রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আশুগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

road accident-1_51944বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মিজানুর রহমান (৫০), তাঁর স্ত্রী দিলরুবা বেগম (৪৫) ও তাঁদের ছেলে জুবায়েদ (০১) এবং মাহফুজ মিয়া (৩০) ও মাহফুজ মিয়ার ছেলে মাসুক মিয়া (০৪)।

এ দুর্ঘটনার শিকার আহত দুই নারীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনার পরপরই পণ্যবাহী ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।