মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের রায় কাল

india seaবাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের রায় ঘোষণা আগামীকাল। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালত (পিসিএ) এ রায় দেবেন।
এর আগে ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধের রায়ের মাধ্যমে সমুদ্রে একাংশের সীমানা পেয়েছে বাংলাদেশ। এবার ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ রায়ের মধ্য দিয়ে সমুদ্রে পূর্ণাঙ্গ ও স্থায়ী মানচিত্র পেতে যাচ্ছে বাংলাদেশ।
২০১৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিশি আদালতে আটদিন ধরে দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে শুনানি হয়। শুনানির ছয় মাসের মধ্যে রায় ঘোষণার কথা জানান পিসিএ। দুই দেশের জলসীমা শুরু হবে কোত্থেকে, সেটাই ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধের মূল বিষয়। এছাড়া ভূমিরেখার মূল বিন্দু থেকে সমুদ্রে রেখা টানার পদ্ধতি নিয়েও মতবিরোধ রয়েছে। পিসিএ দুই দেশের উপস্থাপিত যুক্তিতর্ক এবং মেমোরিয়াল ও কাউন্টার মেমোরিয়াল বিবেচনা করে রায় প্রকাশ করবেন। ডিসেম্বরের শুনানির বিভিন্ন পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ বাংলাদেশ প্রতিনিধি দল ও আইনজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘সমুদ্র বিরোধ নিষ্পত্তিতে আদালতে যাওয়ার বিষয়ে ভারতকে রাজি করানোর বিষয়টিই বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য। এখন যত দ্রুত সম্ভব এটির নিষ্পত্তি চাই। কারণ সীমানা নির্ধারণ না হওয়ায় বাংলাদেশ মহীসোপানে তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঘোষণা করতে পারছে না।’ আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসবে— এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, এর আগেও এ অঞ্চলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রায়টি ইকুইটেবল বা সমতার ভিত্তিতে হয়। তবে রায় যা-ই আসুক না কেন, সমুদ্রে বাংলাদেশ একটি স্থায়ী মানচিত্র পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগে পিসিএর এক বিচারক নিয়ে বাংলাদেশ আপত্তি তোলে। ওই বিচারক যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, একই প্রতিষ্ঠানকে ভারত অন্য একটি বিষয়ে পরামর্শক নিয়োগ দেয়ায় ওই আপত্তি তোলা হয়। আপত্তি জানানোর পর ওই বিচারককে সরিয়ে অন্য একজন নিয়োগ দেয় পিএসএ। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনালের প্রধান হিসেবে রয়েছেন জার্মানির রুডিগার উলফ্রাম। অন্য বিচারকরা হলেন— ফ্রান্সের জ্যাঁ-পিয়েরে কট, ঘানার থমাস এ ম্যানসা, ভারতের ড. পিমারাজু শ্রীনিবাসা রাও এবং অস্ট্রেলিয়ার আইভান শিয়ারার। এর মধ্যে জ্যাঁ-পিয়েরে কট ও থমাস এ ম্যানসা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র বিরোধ নিষ্পত্তিতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি বা ইটলসেরও বিচারক ছিলেন।
সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৭৪ সালে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করে। এর পর প্রায় আড়াই দশক দুই নিকট প্রতিবেশীর সঙ্গে আলোচনা থেমে থাকে। আবার সমুদ্রসীমা বিরোধের আলোচনা শুরু হয় ২০০৮ সালের শুরুতে। প্রায় দুই বছর এ নিয়ে আলোচনার পর অগ্রগতি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিশি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা করে বাংলাদেশ। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেন। আর ২০০৯ সালের ৮ অক্টোবর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে পিসিএতে আবেদন করে বাংলাদেশ। বণিক বার্ত

এ জাতীয় আরও খবর

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম