শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুখোমুখী : বিক্ষোভ মিছিল সমাবেশ

sarial mechilব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রকল্পে অনিয়ম ঘুষ সংক্রান্ত ঘটনার জের ধরে মুখোমুখী হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে গ্রেপ্তারের হুমকি দেয়ার সোমবার দুপুরে সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলমের সমর্থকরা। বিক্ষোভ মিছিল চলাকালে উপজেলা সদরের শহীদ মিনারের পাশের রাস্তায় টায়ার জ্বালীয়ে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভ কারীরা। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারন দাবী করেন। বিক্ষোভ চলাকালে উপজেলা সদরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলম বলেন, সরাইল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম নিয়াজী ঘুষ দুর্নীতির কারণে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে সোমবার দুপুরে তিনি নিজে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: এমরান হোসেনের কাছে মোখিক ভাবে অভিযোগ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে তাকে গ্রেপ্তারের হুমকি দেন। এ খবর তার সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারন দাবী করেন বলে জানান তিনি। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অসৌজন্য মূলক আচরণ করেছে উপজেলা ভাইস চেয়ারম্যান তাই তাকে একটু বকা দিয়েছি।এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আরশাদের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন