সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুখোমুখী : বিক্ষোভ মিছিল সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রকল্পে অনিয়ম ঘুষ সংক্রান্ত ঘটনার জের ধরে মুখোমুখী হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে গ্রেপ্তারের হুমকি দেয়ার সোমবার দুপুরে সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলমের সমর্থকরা। বিক্ষোভ মিছিল চলাকালে উপজেলা সদরের শহীদ মিনারের পাশের রাস্তায় টায়ার জ্বালীয়ে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভ কারীরা। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারন দাবী করেন। বিক্ষোভ চলাকালে উপজেলা সদরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলম বলেন, সরাইল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম নিয়াজী ঘুষ দুর্নীতির কারণে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এ ব্যাপারে সোমবার দুপুরে তিনি নিজে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: এমরান হোসেনের কাছে মোখিক ভাবে অভিযোগ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে তাকে গ্রেপ্তারের হুমকি দেন। এ খবর তার সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারন দাবী করেন বলে জানান তিনি। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অসৌজন্য মূলক আচরণ করেছে উপজেলা ভাইস চেয়ারম্যান তাই তাকে একটু বকা দিয়েছি।এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আরশাদের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।