শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল মালয়েশিয়া আওয়ামীলীগ

M Awmilegগৌরব ঐতিহ্যর ও সংগ্রামের এর ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মালয়েশিয়া আওয়ামীলীগ।গত ২৮শে জুন শনিবার বিকাল ৫ঘঠিকায় কুয়ালালুমপুরস্থ হোটেল সাঈদ বিষ্টুর হল রুমে  এক আলচনা স্বভা এবং দোআ মাহফিল অনুষ্ঠিত হয় মালয়েশিয়া আওয়ামীলীগের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব মকবুল হোসেন মুকুল এর সভাপত্বিত্বে- সাবেক যুগ্ন-সম্পাদক হুমায়ন কবীরের এর সঞ্চালনায় আলোচনা সভায়  বক্তৃতা করেন যুগ্ন-আহবায়ক কাইয়ুম সরকার.আলহাজ্ব জাকারিয়া, আব্দুল করিম, রাসেদ বাদল,আহবায়ক কমিটির সদস্য মাহতাব খন্দকার,মোশারফ হোসেন, মোঃ ফারুক, শওকত হোসেন, এম.আমজাদ চৌধুরী রুনু, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম সিরাজ মোঃ আনসার আলী ও মিনহাজ উদ্দিন মিরান, চয়ন আলী রাজ্জাক সহ মালয়েশিয়া আওয়ামীলীগের অন্যান্ন নেতৃবৃন্দ । 

মালয়েশিয়া যুবলীগের সংগ্রামী নেতা মালয়শিয়া যুবলীগের আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী, মনসুর আল বাসার সোহেল, জহিরুল ইসলাম জহির,বিজন মজুমদার, শাহাদাত হোসেন সাব্বির, মাহাবুবুর রহমান রুবেল,রেজাউল হক লায়ন।ছাত্রলীগ’র নেতা হুমায়ন কবির, মোঃ ওয়াসিম ও তারেক, শ্রমিকলীগ নেতা জাকির হোসেন,মিলাদ ও দোয়া পরিচালনা করেন মালয়শিয়া যুবলীগ এর যুগ্ন আহবায়ক শফিক চৌধুরী।সকলে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দি ওমাওলানা আব্দুল হামিদ খান ভাসানী- কে। অনুষ্ঠানের শেষ পর্বে সম্মিলিত ভাবে কেক কেটে সকলকে কেক খাইয়ে দেন মালয়েশিয়া আওয়ামীলীগ এর আহবায়ক  আলহাজ্ব মকবুল হোসেন মুকুল এবং এ কামাল হোসেন চৌধুরী।

এ জাতীয় আরও খবর