কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত নেইমার
প্রি-কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে বেশ কয়েকবার মারাত্মক ট্যাকলের শিকার হয়েছেন ব্রাজিলের নেইমার। একবার এমনভাবে উল্টে পড়লেন, আঘাতটা লাগল একেবারে মাথায়! বারবার ফাউলের শিকার নেইমারকে নিয়ে এখন বড়ই চিন্তিত লুইস ফেলিপে স্কলারি।
কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলের অন্যতম ভরসাকে খেলানো নিয়েও অনিশ্চয়তা আছে বলে জানিয়েছে ব্রাজিলের জনপ্রিয় পত্রিকা ‘ও গ্লোবো’।
স্কলারি চিলির বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের আনন্দের মধ্যেই ‘গ্লোবো’কে নেইমারের ব্যাপারে বলেন, ‘আগামী ম্যাচে নেইমার খেলানো কঠিন হবে। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমরা মাঝে তিন থেকে চারদিন সময় পাব। ব্যথা নিয়েই ম্যাচে (চিলির বিপক্ষে) সে খেলেছে। কারণ, ও খেলাটাকে ভালোবাসে। এ চেষ্টা দারুণ।’