“আশা’র উদ্যোগে ব্রাক্ষণবাড়িয়ায় কেঁচো সার প্রকল্পের উদ্বোধণ
বার্তা কক্ষঃব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর গ্রামে রবিবার আশার উদ্যোগে ভার্মি কম্পোষ্ট/ কেঁচো সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা পারভীন খানম।বিশেষ অতিথি ছিলেন আশা ব্রাহ্মনবাড়িয়া সদর জেলার জেলা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, ব্রাক্ষণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু । সভাপতিত্ব করেন আশা ব্রাহ্মনবাড়িযার দক্ষিণ জেলার ব্যবস্থাপক তপন চন্দ্র বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন আশার আঞ্চলিক ব্যবস্থাপক তৌফিক আহাম্মদ, আলী আশ্রাফ, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশারফ হোসেন , মোঃ আবুল হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। আশা ভার্মি কম্পোস্ট/কেচো সার উৎপাদন প্রকল্পটি ৯টি জেলায় ১০টি কেন্দ্রের মাধ্যমে স্থানীয় খামারী মনোনীত করে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম(সাজু) এর তত্তাবধানে কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।