মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের রোজার শুভেচ্ছা

hamidপবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রোববার পৃথক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।

সোমবার বাংলাদেশে হিজরি সালের পবিত্র রমজান মাস শুরু হবে। এদিন থেকে টানা এক মাস রোজা পালনের মধ্য দিয়ে সিয়ামসাধনা করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু কিছু গ্রামে রোববার রোজা শুরু করেছেন কেউ কেউ।



রাষ্ট্রপতি আবদুল হামিদ তারা শুভেচ্ছাবাণীতে বলেন, “সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। আমি আশা করি, সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজজীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন।” রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে প্রতিফলিত হওয়ার প্রার্থনা করেন রাষ্ট্রপতি।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।” তিনি বলেন, “আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।”



প্রধানমন্ত্রী তার বাণীতে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।



খালেদা জিয়া তার শুভেচ্ছাবাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিএনপির চেয়ারপারসন বলেন, “মাহে রমজান অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে আমাদের নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে ওঠার ব্রত নিতে হবে।”



বাণীতে খালেদা জিয়া বলেন, “অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।” তিনি দেশবাসীসহ মুসলিম উম্মার অব্যাহত সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


 

এ জাতীয় আরও খবর

শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

৫ জনকে বোকা বানিয়ে মেসির অসাধারণ গোল

ইয়েমেনি গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে ডুবে গেল জাহাজ

সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার

ঋতুপর্ণাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ইসলাম গ্রহণ করলেন জাপানি পর্ন তারকা

৩ বিদ্রোহী নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার