বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষার পাশাপাশি নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে–ইঞ্জিনিয়ার শ্যামল

shamolইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আগামী দিনের অর্থনৈতিক যুদ্ধে টিকতে হলে নিজেকে ভাল ভাবে তৈরী করে নিতে হবে। বর্তমান বিশ্বে এখন প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি দেশ এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক ভাবে তারা তাদের ভীত মজবুত করছে। আগামী দিনে আমাদের বর্তমান প্রজন্ম মেধা ও মননে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, লেখা পড়ার পাশাপাশি নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান ভাল মানুষের খুবই অভাব। শিক্ষিত হলেই ভাল মানুষ হওয়া যায় না। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এর উদ্যোগে মাছিহাতা সোয়েটার্স লিঃ সহায়তায় শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা সাবেক পিপি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বিশিষ্ট চিকিৎসক দৈনিক রাহবার সম্পাদক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাবেক সভাপতি জহিরুল হক জহর। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক। জিপিএ-৫ গোল্ডেন প্রাপ্ত ও তার্কিক আদিল এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দেবেন্দ্র চন্দ্র রায়, মোঃ আবু মোবারক, ছাত্র/ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন জুনায়েত করিম সিফাত ও সাঈদা সানজিদা লোপা। শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনায় এরপর প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৬শ ৫০ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। 

এ জাতীয় আরও খবর