পুলিশের কারিশমা-ই বটে!
পুলিশের কারিশমাই বটে! গত শনিবার রাতে মডেল থানার এক পুলিশ সদস্য বিভিন্ন ধরনের মাদকসহ এক ব্যক্তিকে আটক করার পর তাকে ৩৪ ধারায় কোর্টে চালান দিয়ে নিজের সততার দৃষ্টান্ত স্থাপন করেন। পুলিশের ঐ সদস্যের তেলসমাতি কারবারে তার দায়িত্ব নিয়ে সচেতন মহলে নানা মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এস আই দেলোয়ার হোসেন গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফজলুকে ৮ পুড়িয়া হেরোইন ও ৮ পুটলা গাঁজাসহ আটক করে। রাতে এই মাদক বিক্রেতার স্বজনদের সাথে বিশেষ রফাদফার পর মাদক বিক্রেতাকে ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনায় সচেতন মহলে নানা ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। মাদক দ্রব্যসহ ফজলু আটকের বিষয়ে এস আই দেলোয়ারের সাথে যোগাযোগ করে তার বক্তব্য জানতে চাইলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান যে, একজন মাদক সেবী। মাদক দ্রব্যে সাথে পেয়েও রফাদফার বিভিত্ততে ৩৪ ধারায় চালান দিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।