নবীনগরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে স্থানীয় নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল টেলি কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি বিভিন্ন স্টল খোলা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল হক আকন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাদেক মিয়া ও স্কুলের প্রধান শিক্ষক আবু মুছা প্রমুখ।