বাঞ্চারামপুর উপজেলা নির্বাচনে বিজয়ীদেরকে পৌর মেয়র হেলাল উদ্দিনের অভিনন্দন
বার্তা কক্ষঃসদ্য অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় নব নির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রজ্ঞন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির কে শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, আমি আশা প্রকাশ করি নব নির্বাচিত নেতৃবৃন্দ নিজ সততা, জ্ঞান, কর্মদক্ষতায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড উপজেলার সাধারণ মানুষের দোর গোরায় পৌছে দিয়ে সদর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গঠন করতে সর্বোচ্চ শ্রম ব্যয় করবেন। পাশা পাশি উপজেলা পরিষদ কে দূর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাব দিহিতা মূলক উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলবেন। বিবৃতিতে মেয়র নব নির্বাচিত উপজেলা পরিষদ নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা কমনা করেন।