রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৩ শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারী আটক

Crime1আমিরজাদা চৌধুরী: ৩ শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে বিজয়নগর উপজেলার ওলিপুর এলাকা থেকে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকালে পাহাড়পুরের ওলিপুরের বিল্লাল মিয়ার কন্যা দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ফারজানা আক্তার(৭),ভিটি দাউদপুরের জজ মিয়ার কন্যা রীমা আক্তার(৭) ও জান্নাতুল ফেরদৌস(৫) তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান আউলিয়া বাজারস্থ ফোকাস আইডিয়াল একাডেমীতে যাওয়ার পথে বুধন্তি ইউনিয়নের মুত মধু মিয়ার স্ত্রী রানু বেগম(২৭) তাদের পথরোধ করে প্রথমে ফারজানার কান থেকে স্বর্নের দুল খুলে নেয়। পরে তাদেরকে নিয়ে ওলিপুরের দিকে রওনা দেয়। স্থানীয় লোকজনের মধ্যে তাদেরকে নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তারা আটক করে রানুকে । এরপর পুলিশকে খবর দিলে মির্জাপুর ফাড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সেখানে গিয়ে রানুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মামলা হয়েছে।  স্কুল শিক্ষার্থী রীমা আক্তার জানান,ঐ মহিলা তাদের কাছে এসে বলে তোমাদের বাবা তোমাদেরকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। তখন রীমা তাকে বলে আমার বাবা বিদেশে থাকে। এই কথা বলার পরও সে বাড়িতে  নিয়ে যাবে বলে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে থাকে।