মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুষমাকে যা বললেন খালেদা

khaleda sosomaসফররত ভারতের পরারাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে দেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা না হলেও বিগত নির্বাচনের পর দেশের এখন আর গণতন্ত্র নেই, তথাকথিত সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে সুষমাকে জানিয়েছেন খালেদা।



শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগায়ে প্রায় ৪০মিনিটব্যাপী বৈঠক হয়।



এর আগে সুষমার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। তারও আগে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে যান।



বৈঠকের শুরুতে খালেদা জিয়া আবারো মোদি সরকারকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, “ভারতের নির্বাচনের ফলাফলে মানুষের মনে আশা জেগেছে যে, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায় তারা দেখতে পাবে। পারস্পরিক লাভ ও সমমর্যাদার ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠবে।”

খালেদার বক্তব্যের উদ্বৃতি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, “বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। তথাকথিত সংসদ জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটেনি। দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তার পার্শ্ববর্তী দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে, এ কথা আলোচনায় উঠে এসেছে।”



তিনি বলেন, “গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”



যদিও খালেদার এই কথার জবাবে সুষমা কি বলেছেন সাংবাদিকদের সে কথা জানাননি মঈন খান।



সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে মোদি সরকারের উদ্যোগের প্রশংসাও করেছেন বিএনপি চেয়ারপারসন।



একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষীয় সমস্যাগুলোর বিষয়ে আলোচনার মাধ্যমে সমমর্যদারা ভিত্তিতে সমাধানের জন্য সুষমাকে বলেছেন খালেদা। এর জবাবে সুষমা বলেছেন, “ভারতের মধ্যে এ বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।”



দলীয় নেতাদেরসহ বৈঠকের পর খালেদা জিয়া ও সুষমা ১০মিনিট একান্তে বৈঠক করলেও কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।