সরাইল পিডিবি অফিস ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুত না থাকায় দফায় দফায় পিডিবি অফিস ভাংচুর করেছে বিক্ষুদ্ধরা। ভাংচুরকালে বিক্ষুব্ধ লোকজনের সাথে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১০টায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেল থেকেই সরাইল সদরে বিদ্যুত ছিল না। সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত ছিল লোডশেডিং। রাত ১০টায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা দেখতে না পেরে সরাইলের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবিতে শুরু হয় খন্ড খন্ড মিছিল। রাত সাড়ে দশটায় বিদ্যুত এসে আবার পাঁচ মিনিট পর চলে যায়। এতে রোকজন আরো উত্তেজিত হয়ে পড়ে। খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিট চলে যাওয়ার পরও বিদ্যুত না আসায় শতাধিক যুবক বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুত অফিসে হামলা করে। হামলাকারীরা অফিসের চারিদিকের জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। তারা অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে তিনটি মই ভেঙ্গে ফেলে। এ সময় বিক্ষুদ্ধ লোকজনের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।
গতকাল বৃহস্পতিবার সকালে অফিসে এসে ভাংচুরের দৃশ্য দেখে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন স্থানীয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ পিডিবি অফিসে হামলার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন বিভাগ) মোঃ মোশাররফ হোসাইন বলেন, খেলা চলাকালে আধঘন্টা বিদ্যুত ছিল না। তাই এলাকার ছেলেরা অফিস ভাংচুর করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিব।