ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা
বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২৩ কোটি ১১ লাখ ৭৭ হাজার তিনশ’ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এ বাজেট ঘোষণা করেন। বাজেট উপলক্ষে পৌর কার্যালয়ে এক সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খুরশীদ শাহরিয়র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাম্মাদ হোসেন, রেলওয়ে থানার ওসি মো. নূরুল আমিন প্রমুখ।