সিকান্দার বক্সে মডেল আশা
বিনোদন ডেস্কঃগত কয়েক বছরের ঈদের জনপ্রিয় নাটক ‘সিকান্দার বক্স’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এবার ‘সিকান্দার বক্সের হাওয়াই মিঠাই’ নাটকে নতুন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মডেল আশা।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সিকান্দার বক্স নাটকে অভিনয় করে আমার খুব ভাল লাগছে। ঈদুল ফিতরে বাংলাভিশনে ৬ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রচার হবে। মে মাসে নাটকটির শুটিং হয়েছে। এতে মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন।’
তিনি আরও বলেন, ‘ঈদের জন্য অতনু রানা দত্তের অবাক আগন্তুক নাটকে অভিনয় করলাম। এ ছাড়া থাইল্যান্ডে রায়হান খানের আরেকটি ধারাবাহিকের শুটিং করে এসেছি। সামনে বি ইউ শুভ ও আল হারুনের ঈদের নাটকের শুটিং আছে।’