আইসিসির সভাপতির দায়িত্ব নিলেন আ হ ম মুস্তাফা কামাল
ক্রীড়া প্রতিবেদক : আইসিসির ১১তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। অন্যদিকে আইসিসির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতের এন শ্রীনিবাসন।
আগেই জানা গিয়েছিল যে আইসিসির সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন আ হ ম মুস্তাফা কামাল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব পান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আইসিসির বাৎসরিক সভায় বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাকে আইসিসির ১১তম সভাপতি ও ভারতের এন শ্রীনিবাসনকে প্রথম চেয়ারম্যান ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে আইসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বেলবোর্ন থেকে আইসিসির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের মানুষ মনে প্রাণে ক্রিকেটকে ভালবাসে। তাদের এগিয়ে যাওয়ার পথে ক্রিকেট প্রেরণা দেয়। কাজেই সবার দোয়ায় দেশের পক্ষে এই সম্মান পাওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি বাঙালি জাতি ক্রিকেটকে ঘিরেই তার অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। ক্রিকেট তার কাছে সবসময় প্রেরণা হিসেবে থাকবে।