রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শনিবার ব্যাংক খোলা

bd bank=3করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে তফসিলি ব্যাংকের শাখাগুলো শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনপত্র জারি করা হয়েছে। প্রজ্ঞাপনপত্রটি তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার ব্যাংক সূত্রে জানা গেছে।
প্রজ্ঞাপনপত্রে বলা হয়, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে জুন মাসে জমা হওয়া পে-অর্ডার বা চেকগুলো নগদায়ন এবং করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে তফসিলি ব্যাংকের শাখাগুলো শনিবার খোলা থাকবে। এক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও ব্যাংগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।