নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় যৌতুকের মামলায় ২ আসামীর সাজা
যৌতুকের জন্য মারপিটের অপরাধে মোঃ রফিকুল ইসলাম প্রকাশ কন্ডি দেড় বৎসর ও শরীফুল্লা প্রকাশ শরীফ নামে ১ বৎসরের কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় গতকাল বুধবার আসামীদের বিরুদ্ধে উক্ত সাজার রায় প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকির হোসেন। নারী ও শিশু ১১১/২০০৯ এর আসামী মোঃ রফিকুল ইসলাম প্রকাশ কন্ডি পিতা জমির আলী সাং- আব্দুল্লাহ পুর (বর্তমানে বিজয়নগর)কে যখনই পুলিশ কর্তৃক ধৃত হবে বা ট্রাইব্যুনালে আত্মসমর্পন করবে তখন থেকে তার দেড় বৎসরের সাজা কার্যকর হবে এবং নারী ও শিশু ৫৬৩/১১ এর আসামী মোঃ শরীফুল্লা প্রকাশ শরীফ পিতা আমির আলী প্রকাশ আমির সাং চুন্টা থানা সরাইল কে আদালতে হাজির থাকায় তাকে বিজ্ঞ বিচারক ১ বৎসরের সাজা প্রদান করে হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। উল্লেখ্য নারী ও শিশু ১১১/২০০৯ এর বাদী মোছাঃ মমতা বেগমের নিকট ১/১০/০৮ইং তারিখ ৩০ হাজার টাকা যৌতুকের দাবী করে মারপিট করেন আসামী মোঃ রফিকুল ইসলাম প্রকাশ কন্ডি এবং নারী ও শিশু ৫৬৩/১১ এর বাদী মোছাঃ শাহানা বেগমের নিকট ১৩/১২/১০ইং তারিখ ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসামী শরীফুল্লা প্রকাশ শরীফ মারপিট করে। এসব ঘটনার সাক্ষ্য গ্রহনসহ বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।