মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফিল্মি ষ্টাইলে ঠিকাদারী কাজ বাগিয়ে নিল টেন্ডার সন্ত্রাসীরা

tender bajiবার্তা কক্ষঃসকাল হতে দুপুর পর্যন্ত শতাধিক ক্যাডার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তত্বাবধায়কের কক্ষ ঘেরাও করে রাখে। রোগীসহ কোন দর্শনার্থীকেই তত্বাবধায়কের কক্ষে ঢুকতে দেয়া হয়নি। দীর্ঘ সময় ধরে সন্ত্রাসীদের আনাগোনায় রোগীদের চিকিৎসা সেবাও ব্যাহত হয়। প্রায় ২ কোটি টাকার হাসপাতালের ঠিকাদারী কাজ বাগিয়ে নিতে টেন্ডার সন্ত্রাসীরা হাসপাতালে প্রহরা বসায়। এতে করে মনোনীত ঠিকাদার ছাড়া কোন ঠিকাদারের সিডিউল জমা দিতে দেয়া হয়নি। শেষ পর্যন্ত জনৈক ঠিকাদার তার এক মহিলা আত্মীয়কের রোগী সাজিয়ে তত্বাবধায়কের কক্ষে পাঠালে তত্বাবধায়ক ও টেন্ডার কমিটির সভাপতি ডাঃ আকবর হোসেনের সহযোগীতায় সন্ত্রাসীরা দরপত্র ছিনিয়ে নেয়। ওই নারীকে কেয়ার টেকার গালমন্দ করে কক্ষ থেকে বের করে দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ, মনোহারী, ধৌত করন ও জনবল সরবরাহের জন্য ৪ গ্রুপে দরপত্র আহবান করা হয় চলতি মাসের ৪ জুন। ২০ জুন ছিল সিডিউল বিক্রির শেষ দিন। বুধবার ছিল সিডিউল জমা দেয়ার শেষ দিন। খাবার সরবরাহে ৪৯টি, মনোহারীর ৪০টি, ধৌতকরনের ৩৮টি ও জনবল সরবরাহের জন্য ৩৫টি সিডিউল বিক্রি হয়। কিন্তু টেন্ডার সন্ত্রাসীরা শেষ দিনে কাউকে সিডিউল জমা দিতে দেয় নি। সকাল থেকেই সশস্ত্র অবস্থায় সদর হাসপাতাল এলাকায় শতাধিক ক্যাডার হাসপাতালে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। হাসপাতালে দোতলায় রোগীসহ কোন ব্যক্তিকে প্রবেশ করতে দেয়নি। টেন্ডার কমিটির সভাপতি ও হাসপাতালের তত্বাবধায়ক সকাল ১০টা থেকে তার কক্ষের দরজা বন্ধ করে ৪/৫জন ক্যাডারকে নিয়ে তার কক্ষে অবস্থান করতে থাকেন। সকাল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা হাসপাতালে আসলে তাদের ফিরিয়ে দেয়া হয়। এতে বিনা চিকিৎসায় অনেকে ফিরে যায়। দুপুর পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। সৃষ্ট পরিস্থিতিতে কোন ঠিকাদার সিডিউল জমা দিতে না পেরে ফিরে যান। সকাল সাড়ে ১১টায় তার ঠিকাদার তার নারী আত্মীয়কে রোগী সাজিয়ে কোন রকমে তত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে। সিডিউল জমা দানের কথা বললে ক্ষিপ্ত হয়ে উঠেন টেন্ডার কমিটির সভাপতি ও হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরী। তার সহযোগীতায় সন্ত্রাসীরা সিডিউলগুলো নিয়ে যায়। জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আবু সাঈদকে ঘটনাটি জানানো হলে তিনি বলেন আমি শুনেছি। তবে তত্বাবধায় দাবী করেছেন রোগী হিসেবে এক মহিলা এসেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডঃ মোশররফ হোসেনকে বিষয়টি জানালে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে ঠিকাদারকে আশ্বস্ব করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও টেন্ডার কমিটির সভাপতি ডাঃ আকবর হোসেন চৌধুরী জানান, মহিল এসেছিলেন রোগী হিসেবে। কোন ঠিকাদার লিখিত অভিযোগ দিলে ফের সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, সদর হাসপাতালে গুরুত্বপূর্ন এ ঠিকাদারী কাজের সিডিউল বক্স জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সহ অন্যান্য সরকারী অফিসে না রাখায় এ ঘটনা ঘটেছে বলে একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

সুত্রঃ abnews24bd

এ জাতীয় আরও খবর

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম

সুধারসনের সেঞ্চুরিছোঁয়া ইনিংসে গুজরাটের রানপাহাড়

কোচ ছোটনের পদত্যাগকে ‘স্বাভাবিক’ বললেন সালাউদ্দিন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত