মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রমজানে পাঁচ পণ্যের রপ্তানি নিষিদ্ধ

productআসন্ন পবিত্র রমজান উপলক্ষে পাঁচটি পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ পাঁচটি পণ্য হলো- বেগুন, শসা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ ও লেবু। বুধবার সচিবালয়ে স্টক হোল্ডারদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ‘রমজানে কোনো দ্রব্যের মূল বৃদ্ধি পাবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে ভারতে আকষ্কিকভাবে পিঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশেও এ পণ্যটির দাম বাড়তে পারে।’
মন্ত্রী আরো বলেন, টিসিবিতে পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রয়েছে। ফলে আপদকালীন সময়ে পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না।’